বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কাশিমপুরে বাড়ির মালিকের মাথায় অস্ত্র ঠেকিয়ে ডাকাতি 

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি

কাশিমপুরে বাড়ির মালিকের মাথায় অস্ত্র ঠেকিয়ে ডাকাতি 

গাজীপুর মহানগরীর কাশিমপুরে বাড়ির মালিকের মাথায় অস্ত্র ঠেকিয়ে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটসহ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।  গত শনিবার দিবাগত রাতে সারদাগঞ্জ এলাকায় রফিকুল ইসলাম গেদার বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায় ১৪/১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্যরা বিল্ডিংয়ের নীচতলার জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে।

পরে বাড়ির মালিক গেদার রুমে প্রবেশ করে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ির অন্য রুমে প্রবেশ করে। এসময় বিভিন্ন রুম থেকে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ কাপড়চোপড় নিয়ে যায় তারা।

এ ঘটনায় কাশিমপুর থানার ওসি জাহিদুল ইসলাম জাহিদ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিনসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

টিএইচ